Monday , August 19 2019
Home / bangladesh / শাকিব-বুবলীর নতুন ছবির নাম নির্ধারণ …- 732180 | কণ্ঠ

শাকিব-বুবলীর নতুন ছবির নাম নির্ধারণ …- 732180 | কণ্ঠবুবলী শাকিব খানের সঙ্গে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। গতকাল বলেন, আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে কমলাপুরে নতুন।

ছবির নাম রাখা হয়েছে 'পাসওয়ার্ড'। সঙ্গে এই নামটি একদম পারফেক্ট। ঠিক থাকলে এই নামটিই চূড়ান্ত। শাকিব খান ও বুবলীকে দর্শক ভিন্ন দুটি লুকে দেখতে পাবেন। অভিনেতা সম্রাটসহ আরো কয়েকজন অভিনয়শিল্পী সামনে চূড়ান্ত করা হবে। প্রযোজনা করবেন শাকিব খান ও ইকবাল। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।

এদিকে শাকিব খান আগেই জানিয়েছেন তার পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত পরিচালিত ফিল্মস থেকে আরো নতুন কিছু চমক থাকবে বলেও জানান তিনি। বুবলী নতুন ছবি নিয়ে জানান, মালেক আফসারী গুণী নির্মাতা। সঙ্গে প্রথমবার কাজ হবে। আমার জন্য সত্যিই সৌভাগ্যের বিষয়। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।


Source link