Sunday , August 18 2019
Home / bangladesh / ‘আগে আমার বাচ্চা, তারপর শুটিং’

‘আগে আমার বাচ্চা, তারপর শুটিং’'আমার ছেলে আইজান বেশ কয়েকদিন ধরে অসুস্থ। সঙ্গে আমিও ঠাণ্ডা জ্বরে আক্রান্ত। তাই সবকিছু ফেলে বাচ্চার দেখাশোনা করছি। ছবিতে কাজ করার কথা রয়েছে আমার। বেশকিছু ছবির কাজ বাকিও রয়েছে। চাইলে সেসব কাজ সামনে শুরু করব। তবে, বাচ্চার দেখাশোনার জন্য শুটিং বর্তমানে করছি না। কারণ আগে আমার বাচ্চা, তারপর শুটিং। এখন নিজের বাচ্চাকে নিজেই দেখাশোনা করতে চাই। মেয়ে বা অন্য অধীনে অধীনে আমার কথাগুলো আমার চলচ্চিত্রে অসংখ্য হিট-সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও সামনে নতুন ছবিতে অভিনয় করার কথা রয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির নাম 'এত প্রেম এত মায়া'। ছাড়া আরো বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে তার। থেকে এসেছেন এবার এক বছরের বেশি সময় হয়ে গেল। শাবনূরের সন্তান আইজানের বয়স পাঁচ বছর। ও সন্তান দুজনে দেশেই আছেন। দেশ ছেড়ে আবার অস্ট্রেলিয়া দৌড় দেবেন কি না জানতে শাবনূর না না না না না থাকতেই ভালো লাগে আমার। অনেকটা সময় অসুস্থ ছিলাম। ডাক্তারকে দেখানোর পর এখন ফোনে তার পরামর্শে ওষুধ খাচ্ছি। সমস্যা রয়েছে আমার। তবে, বর্তমানে বেশ ভালোই আছি। এমন একটা অসুখ যে জন্য সারা জীবনই ওষুধ খেতে হয়। মাঝে অনিয়মিত ওষুধ খাওয়া হয় আমার। একটু আলসে স্বভাবের মানুষ। হোক অভিনয়কে ভালোবাসি। কাজ শুরু করার ইচ্ছে আছে। আর অস্ট্রেলিয়া যাচ্ছি না। ইউরো ২০১৬ সালের শেষদিকে অভিনেত্রী ইউরো ইউরো নামে নামে নামে ইউরো নামে নামে নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। শাবনূর অভিনীত 'পাগল মানুষ' ছবিটি সবশেষ গত বছর বড়।। পরিচালক এমএম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেকদিন ধরে এর কাজ স্থগিত। তার শিষ্য বদিউল আলম খোকন ছবির কাজ শেষ করেন। ছবিতে শাবনূরের সহশিল্পী ছিল নবাগত শায়ের খান। ক্যারিয়ারে শাবনূর বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে আবারো কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

বিভাগের সর্বাধিক পঠিত


Source link